গম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়াবে ভারত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চলতি বছর ভারতের গম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, সারা বছর দেশটিতে অনুকূল আবহাওয়া বিরাজ করায় এবার গম উৎপাদন হবে ১০ কোটি টন।

গত মাসে ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি বছর ৯ কোটি ৭১ লাখ টন গম উৎপাদন হবে। কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোয়ায়েট অ্যান্ড বারলি রিসার্চের (আইআই ডাব্লিউবিআর) পরিচালক জিপি সিং বলেন, এ বছর আবহাওয়া ভালো ছিল, পোকার আক্রমণও ফসলের খুব একটা ক্ষতি করতে পারেনি। গম উত্তোলন প্রক্রিয়াও সঠিকভাবে হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে এবার গম উৎপাদন ১০ কোটি টন ছাড়াবে।

বিশেষ করে চলতি মার্চ মাসের মনোরম আবহাওয়া ভারতের কৃষকদের জন্য মাঠ থেকে গম উত্তোলনে সহায়ক হয়েছে বলে বলা হচ্ছে। নাধারণত এ মাসেই গম পরিপক্ব হয়। ভারতের গম উৎপাদনের উল্লেখযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশ।

কেন্দ্রীয় কৃষি সচিব শোভানা পত্তনায়াক বলেছেন, সরকার আশাবাদী এ বছর গমের ভালো উৎপাদন হবে। গত বছর গম উৎপাদন হয়েছিল ৯ কোটি ৮৫ লাখ টন। এ বছর আরও বাড়বে।

Be the first to comment on "গম উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়াবে ভারত"

Leave a comment

Your email address will not be published.




5 + 6 =