নিউজ ডেস্ক : কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা মাইট্টা আলাঘাট সংলগ্ন মেঘনা নদীতে ২ হাজার ৭০৪ বস্তা এ্যাঙ্কর সিমেন্ট বোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর কার্গোতে থাকা মাস্টারসহ ৪ জন কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম কুমার দাস জানান, বরিশাল এ্যাঙ্কর সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২ হাজার ৭০৪ বস্তা সিমেন্ট নিয়ে কার্গোটি পাবনার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে কার্গোটি হিজলার ধুলখোলা সংলগ্ন উত্তাল মেঘনায় ডুবে যায়।
এ সময় কার্গোতে থাকা মাস্টারসহ ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পিড বোর্ডে করে কার্গোতে থাকা মাস্টারসহ ৪ জনকে উদ্ধার করে।
এসআই উত্তম কুমার দাস জানান, কার্গো ডুবে যাওয়ার স্থানটি ভাসমান বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। উদ্ধারের জন্য কার্গোর মালিকপক্ষকে জানানো হয়েছে।
Be the first to comment on "হিজলায় মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই কার্গোডুবি"