ড্রিমলাইনারের নামের শর্টলিস্ট পাঠালেন প্রধানমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বোয়িংয়ের তৈরি চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান যুক্ত হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। নতুন চারটি ড্রিমলাইনারের নামকরণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নামগুলো পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে।

বৃহস্পতিবার রাতে এই তালিকা পাঠানো হয়েছে।

চারটি উড়োজাহাজের নাম হচ্ছে— আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, নিকট ভবিষ্যতে বিমান বহরে যুক্ত হচ্ছে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বরাবরের মতো এবারও বিমানের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের দুটির নাম পাঠান। প্রায় শতাধিক নাম থেকে ৪০টি নাম পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সে থেকে চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ করেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নামগুলো পাঠানো হয়েছে।

বিমানের বাছাই কমিটিপ্রাপ্ত নাম থেকে ৪০টি নামের তালিকা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। সেই তালিকা থেকে চারটি বিমানের জন্য নাম অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড্রিমলাইনার বিমানগুলো পরিচালনার জন্য ১২ পাইলটকে প্রশিক্ষণের জন্যে বাছাই করা হয়েছে।

Be the first to comment on "ড্রিমলাইনারের নামের শর্টলিস্ট পাঠালেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.




fifteen − 7 =