উত্তরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

দক্ষিণখান থানার এসআই নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণখানের দক্ষিণ মোল্লারটেকের ২ নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় বৃহস্পতিবার দুপুরে পাঁচজনকে অস্ত্রসহ আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে থানা ও ডিবি পুলিশের সদস্যরা রাতে উত্তরার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Be the first to comment on "উত্তরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত"

Leave a comment

Your email address will not be published.




16 + two =