ছোট্ট রুহির মতোই চলে গেলেন হাসিনও

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। তিনি হলেন- হাসিন আরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পল্লবীর মুসলিমবাগ এলাকার ১৯ নম্বর রোডের ৪৩/ডি নম্বর বাড়িতে রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন হাসিন আরাসহ ৫ জন।

তাদের মধ্যে দগ্ধ তিন বছরের শিশু রুহি আক্তার গতকাল মারা যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসিন আরার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওই ঘটনায় দগ্ধ অপর তিনজন হলেন- হাসিনের স্বামী ইয়াকুব আলী (৭০), ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫) ও হাসান নামে আরেকজন।

হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা জানিয়েছিলেন দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Be the first to comment on "ছোট্ট রুহির মতোই চলে গেলেন হাসিনও"

Leave a comment

Your email address will not be published.




four × 5 =