খিলগাঁও ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনায় চার গাড়ি, নিহত ১

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে পরপর চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের ফ্লাইওভারের ঢালে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিশ্ব রোডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম রুনা বেগম (৪০)। আহত আব্দুর রহিম।

দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুনার স্বজন রাসেল জানান, রুনা ও আব্দুর রহিম সম্পর্কে তার মামা-মামী। তারা পূর্ব বাসাবো এলাকায় থাকেন। মোটরসাইকেলে তারা ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন।

খিলগাঁও থানা পুলিশের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক  জানান, আহত রহিমকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Be the first to comment on "খিলগাঁও ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনায় চার গাড়ি, নিহত ১"

Leave a comment

Your email address will not be published.




17 − 13 =