নিউজ ডেস্ক : জনপ্রিয় মডেল জিসেল বুন্ডচেন। পশ্চিমা মডেলিং দুনিয়ায় তিনি ছড়িয়েছেন মুগ্ধতা। তার পথচলার বিশ বছর পূরণ হতে যাচ্ছে চলতি বছরে। সাফল্যের এই যাত্রায় কাছের মানুষ ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
তবে নিজের ক্যারিয়ারের এই মাইলফলক স্পর্শ করার মাহেন্দ্রক্ষণটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাইলেন জিসেল বুন্ডচেন। সেজন্য তিনি বেছে নিয়েছেন নগ্ন ফটোশুটের আইডিয়া।
‘ভোগ ব্রাজিল’ ম্যাগাজিনের জন্য এই ফটোশুট করেছেন তিনি। সেই ম্যাগাজিনের পাতায় পাতায় ছড়িয়ে আছে জিসেলের রূপের সম্মোহন। আর এই ছবি থেকে কিছু সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম ওয়ালেও পোস্ট করেছেন। ক্যাপশনে ধন্যবাদ জানিয়েছেন, ‘ভোগ ব্রাজিল’ ম্যাগাজিনকে।
আর নিজের ক্যারিয়ারের বিশ বছর পূর্তি উপলক্ষে লিখেছেন, ‘চোখের পলকেই যেন বিশটি বছর কেটে গেল আমি শোবিজে পা রাখলাম। অনেক কিছু করেছি, অনেক কিছু পেয়েছি। তবে আরও অনেক কিছু করে যেতে চাই। এখনও মনে হয় সেই দিনের কথা যখন প্রথম ক্যামেরার সামনে এসেছিলাম। এই শরীর আমাকে দিয়েছে নাম, যশ, খ্যাতি। তাই এই শরীরকে আমি আগলে রাখি, সম্মান করি তার।’
মাত্র ১৪ বছর বয়সে প্রথম নগ্ন হয়ে ক্যামেরায় বন্দি হয়েছিলেন জিসেল বুন্ডচেন। আর তারপর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।
Be the first to comment on "নগ্ন ফটোশুটে ক্যারিয়ারের দুই দশক উদযাপন"