ডেস্ক রিপোর্ট: নিজের বিরুদ্ধে করা অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছাত্রলীগ নেতা বায়েজিদ আহমেদ খান ।শনিবার ভোরের পাতা নামক একটি জাতীয় দৈনিক এর অনলাইন পোর্টালে ‘
ছাত্রলীগ সভাপতি- সুন্দরী নায়িকার গোপন বিয়ের গুঞ্জন!’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয় যাতে বলা হয় ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি বায়েজিদ আহমেদ খান এক নায়িকাকে গোপনে বিয়ে করার পরেও ছাত্রলীগের পদে আছেন। ছাত্রলীগের গঠণতন্ত্র অনুযায়ী বিয়ে করলে কেউ পদে বহাল থাকতে পারেন না। ‘ভোরের পাতা অনলাইনে প্রকাশিত এ সংবাদ কে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রলীগ নেতা বায়েজিদ। এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান তার রাজনৈতিক ও সামাজিক সম্মানহানি করার উদ্দেশ্যে এই সংবাদ তৈরী ও প্রকাশ করা হয়েছে । তিনি বলেন তার দীর্ঘ ছাত্ররাজনীতির জীবনে একটি মহল কালিমা লেপন করতে চাচ্ছে।
বায়েজিদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সর্বশেষ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হবার পর থেকে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছে।
Be the first to comment on "অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ছাত্রলীগ নেতা বায়েজিদের"