নিউজ ডেস্ক : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (সোমবার) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বিনামূল্যে প্রবেশ করা যাচ্ছে।
শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণরা আজ বিনা টিকিটে গ্যালারি পরিদর্শনের সুযোগ পাচ্ছেন।
সকাল ১১ টায় জাতীয় জাদুঘর খুলেছে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত তা খোলা থাকবে।
এদিন অন্যান্য দর্শনার্থীরাও যথারীতি টিকিট কেটে জাদুঘরের গ্যালারি পরিদর্শন করতে পারবেন।
বেলা ১২ টায় সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে আজ সরকারি ছুটি হওয়ায় অন্যান্য দিনের চেয়ে দর্শনার্থী বেশি।
তবে বিনামূল্যের (ফ্রি টিকিট) বিজ্ঞপ্তিটি অনেকের চোখে না পড়ায় অনেক শিশু ও বৃদ্ধকে টিকিট কেটেই প্রবেশ করতে দেখা যায়।
Be the first to comment on "জাতীয় জাদুঘরে আজ বিনামূল্যে প্রবেশের সুযোগ"