কি কারণে অমলার ঘর ভেঙেছিল !

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : অভিনেত্রী অমলার ডিভোর্সের ঘটনা ঘটে ২০১৬ সালের আগস্ট মাসে। তবে বিষয়টি  নতুন করে সামনে এসেছে চলতি মাসে। শোনা যাচ্ছে ফের বিয়ে করতে যাচ্ছেন অমলার সাবেক স্বামী বিজয়। পাশাপাশি গুঞ্জন উঠেছে অমলার পুরনো কাহিনি নিয়ে।

জানা গেছে, অমলা নাকি এক প্রযোজকের সঙ্গে রাত কাটিয়েছেন- এমনটাই অভিযোগ তার স্বামী বিজয়ের। পাশাপাশি স্থানীয় কিছু পত্রিকা এই সংবাদ প্রকাশ করায় বিজয়ের বিশ্বাস আরও পোক্ত হয়েছে। মাত্র দুই বছর আগেই তিনি বিয়ে করেছিলেন পরিচালক বিজয়কে। ইতোমধ্যে তাদের ডিভোর্সও হয়ে গেছে।

উল্লেখ্য, বড় পর্দায় অমলার অভিষেক হয় ২০০৯ সালে। মাত্র ১৮ বছর বয়সে মালায়লম সিনেমাতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তামিল, তেলেগু, মালায়লম, কন্নড় ভাষায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন আমলা। ৭ বছরের ক্যারিয়ারে ইতোমধ্যেই ৩০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১১ সালে জিতেছেন বেস্ট তামিল অভিনেত্রীর শিরোপা। ২০১২ সালে জিতেছেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৩ সালে জিতেছেন বেস্ট মালায়লম অভিনেত্রীর শিরোপা।

 

Be the first to comment on "কি কারণে অমলার ঘর ভেঙেছিল !"

Leave a comment

Your email address will not be published.




1 × three =