নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারের কাছে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫২ জন। খবর বিবিসি।
নববর্ষ উপলক্ষে কয়েকশ মানুষ নওরোজ উদযাপন করছিল। সে সময় শত শত মানুষের ভীড়ে আত্মঘাতী হামলা চালানো হয়।
নওরোজে অংশ নেয়া অধিকাংশ মানুষই শিয়া নাগরিক। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক বছরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে আইএসের হামলা অনেক বেড়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এক ব্যক্তিকে সাখি মাজারের কাছে হাঁটাহাটি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে আটক করার চেষ্টা করলে সে নিজের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়।
শহরের পশ্চিমাঞ্চলে যেখানে হামলা চালানো হয়েছে তার কিছু দূরেই আলি আবাদ হসপিটাল এবং কাবুল ইউনিভার্সিটি অবস্থিত।
এর আগেও ওই মাজারে হামলা চালানো হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে ওই মাজারে হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এর আগে ২০১১ সালে বোমা হামলায় সেখানে কমপক্ষে ৫৯ জন নিহত হয়।
Be the first to comment on "কাবুলে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ২৯"