নিউজ ডেস্ক : বৈষম্যমূলক আচরণের শিকার হওয়া কলকাতার পাঁচ মেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ক্রিসক্রস নামের একটি ছবি। এতে অভিনয় করবেন নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী ও সোহিনি সরকার।
আরেকটি চরিত্রে কাজ করার কথা ছিলো স্বস্তিকা মুখার্জির। তবে তার চরিত্রটিতে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবির পরিচালক বিরসা দাসগুপ্ত।
এই ছবির অন্যতম চমক হিসেবে থাকছেন বলিউডের ব্যস্ততম সংগীত পরিচালক প্রীতম। ভারতের টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিরসা এই তথ্য জানিয়েছেন।
গত ২০ মার্চ থেকে ছবির শুটিং শুরু হয়েছে। সেখানে জয়া যোগ দেবেন আগামী ২৭ মার্চ থেকে। তিনি বর্তমানে ‘কণ্ঠ’ নামের একটি ছবিতে কাজ করছেন।
Be the first to comment on "কলকাতায় জয়ার নতুন ছবি ক্রিসক্রস"