১৪ এপ্রিল পবিত্র শবে মেরাজ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রবিবার সন্ধ্যায় আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার থেকে ১৪৩৯ হিজরির রজব মাস গণনা শুরু হবে। পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ১৪ এপ্রিল দিবাগত রাতে।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আমাদের দেশে শবে মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি।

সভায় আমিন উল্লাহ নুরী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি।

এজন্য সোমবার জামা দিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৪ এপ্রিল পবিত্র শবে মেরাজ পালিত হবে।

ফারসি ‘শব’ এর অর্থ- রাত্র বা অন্ধকার এবং আরবি ‘মেরাজ’ এর অর্থ- উর্ধ্বারোহণ। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ১৪ এপ্রিল।

Be the first to comment on "১৪ এপ্রিল পবিত্র শবে মেরাজ"

Leave a comment

Your email address will not be published.




15 − six =