ময়লার ঝুড়িতে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে টয়লেটে ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। শুক্রবার রাত দেড়টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের একটি দল বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ৯নম্বর  বোর্ডিং ব্রিজের কাছাকাছি এলাকায় একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে  তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার তিনটির ওজন তিন কেজি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Be the first to comment on "ময়লার ঝুড়িতে ৩ কেজি স্বর্ণ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.




three × one =