নিউজ ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ ও সাইবার হামলার অভিযোগে ১৯ রুশ ব্যক্তির ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ১৩ জনকে গত মাসে জাস্টিস ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার অভিযুক্ত করেছিলেন।
অবরোধে যেসব প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে রুশ মিলিটারি ইন্টিলেজেন্স এজেন্সি জিআরইউ রয়েছে।
এ ছাড়া সেন্ট পিটার্সবার্গভিত্তিক একটি ইন্টারনেট রিসার্চ এজেন্সিকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার করতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর নকশা করার অভিযোগ রয়েছে।
এই এজেন্সি চালান ইয়েভজেনি প্রিগোশিন নামে এক প্রভাবশালী। তিনি ও তার প্রতিষ্ঠানের আরও ১২ জনকে এই অবরোধের আওতায় আনা হয়েছে।
এই ১৩ জনকেই ফেব্রুয়ারিত অভিযুক্ত করেছিলেন রবার্ট মুলার; ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ রয়েছে, তার তদন্ত করছেন মুলার।
মার্কিন অবরোধের আওতায় রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ও এর ছয় কর্মকর্তা সাইবার হামলার জন্য জরিমানার মুখে পড়বেন।
সরকারি রুশ কর্মকর্তা ও প্রভাবশালীরা যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করতে যেসব কাজ করে থাকেন সেগুলো থামাতে আরও অবরোধ আসছে।
তবে কবে নাগাদ জরিমানা করা হবে সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।
Be the first to comment on "সাইবার হামলার অভিযোগে ১৯ রুশকে যুক্তরাষ্ট্রের শাস্তি"