মহেশখালীর সোনাদিয়ায়  ভেসে এল ৪ মরদেহ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলার উপ-দ্বীপ সোনাদিয়ায় ৪ জনের মরদেহ ভেসে এসেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সোনাদিয়ার পশ্চিম পাড়ার স্থানীয় বাসিন্দা জামাল হোসেনহ একাধিকজন ওই পাড়ার কাচিম হ্যাচারি সংলগ্ন সাগরে ভাসমান মরদেহ দেখতে পায় বলে জানান। তবে তারা মরদেহের পরিচয় এখনও শনাক্ত করতে পারেননি।

কুতুজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় ৪টি ভাসমান মরদেহ ভেসে আসার খবরটি শুনেছি। তবে এখনও দেখিনি।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মরদেহ ভেসে আসার খবরে পুলিশ কাজ করছে। মরদেহ ভেসে আসার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment on "মহেশখালীর সোনাদিয়ায়  ভেসে এল ৪ মরদেহ"

Leave a comment

Your email address will not be published.




20 + 11 =