নেপালের পথে বাংলাদেশের মেডিকেল টিম

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসা দিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশের চিকিৎসক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল ১১টার নির্ধারিত ফ্লাইটে তারা নেপালের উদ্দেশে রওয়ানা হন। বিভিন্ন হাসপাতালে ভর্তি বাংলাদেশি রোগীদের চিকিৎসায় তারা নেপালি চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন।

প্রতিনিধি দলে রয়েছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, অ্যানেসথেশিয়া, অর্থোপেডিক, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ।

চিকিৎসক প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা ছেড়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আ. সালামসহ গোয়েন্দা পুলিশের (সিআইডি) দুই সদস্য। পুলিশের এই দুই সদস্য ফরেনসিক আলামত সংগ্রহ করবেন।

 

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে গত সোমবার ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ যাত্রী নিহত হন।

Be the first to comment on "নেপালের পথে বাংলাদেশের মেডিকেল টিম"

Leave a comment

Your email address will not be published.




ten − 9 =