আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন সাকিব

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচটি গুরুত্বর্পূণ দুই দলের জন্যই। যে দল জিতবে সেই খেলবে ফাইনালে। এই যখন সমিকরণ তখন বাংলাদেশের জন্য আনন্দের সংবাদ এই ম্যাচে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। চোট কাটিয়ে সুস্থ হয়েছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সাকিবকে দলে নেওয়ার কথা জানায়।

এর আগে দলকে অনুপ্রাণিত করতে টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব। এরপর চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকে যান অস্ট্রেলিয়ায়।আগামীকাল গুরুত্বর্পূণ ম্যাচে সাকিবের উপস্থিতি দলকে অনুপ্রাণিত করবে তা বলার অপেক্ষা রাখে না।

Be the first to comment on "আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন সাকিব"

Leave a comment

Your email address will not be published.




six − 5 =