নিউজ ডেস্ক : আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রিলিজ দেয়া হয়েছে।
জানা গেছে ড. জাফর ইকবাল এখন সম্পূর্ণ সুস্থ। তবে আগামী সাতদিন তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সিএমএইচে তাকে বিদায় জানান।
উল্লেখ্য, গত ৩ মার্চ রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ড. জাফর ইকবাল। ওইদিন বিকালে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন তিনি।
জানা গেছে অধ্যাপক জাফর ইকবাল কিছুক্ষণের মধ্যে বেসরকারি একটি বিমানে করে সিলেটের উদ্দেশে রওনা হবেন। এরপর আজই বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।
Be the first to comment on "সিএমএইচ থেকে জাফর ইকবালকে রিলিজ"