ছেলের বাবা হলেন সোহম

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দ্বিতীয় সন্তানের বাবা হলেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম। তার স্ত্রী তনয়া এবারেও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু’জনেই এখন ভাল আছেন বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের সূত্রে।

ছেলের মুখ দেখে সোহম বলেন, ‘খুব ভাল লাগছে। ছোট ছেলের এখনও নাম ঠিক করিনি। শিগগিরই নাম রাখবো ওর। আমাদের পরিবারের সবাই দারুণ খুশি নতুন অতিথিকে পেয়ে।’

জানা গেছে, কলকাতার নামি নির্মাতা রবি কিনাগির নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন সোহম। গেল সপ্তাহেই এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী তনয়ার অপারেশনের জন্যই পিছিয়ে দিয়েছিলেন শুটিং। আশা করা যাচ্ছে চলতি মাসের মাঝামাঝি থেকেই এর কাজ শুরু করবেন সোহম।

প্রসঙ্গত, ২০১২ সালে ভালোবেসে তনয়াকে বিয়ে করেন সোহম চক্রবর্তী। সেই দাম্পত্যে প্রথম সন্তান জন্ম নেয় ২০১৬ সালে।

সর্বশেষ ‘হানিমুন’ ছবিটি দিয়ে দর্শকমহলে প্রশংসা পেয়েছেন সোহম। এখানে তার বিপরীতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি।

Be the first to comment on "ছেলের বাবা হলেন সোহম"

Leave a comment

Your email address will not be published.




eleven − 5 =