মাহমুদউল্লাহর ভাবনায় ভারত নয় শুধু বাংলাদেশ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্রামে আছেন ধোনিসহ ছয় ক্রিকেটার। তাদের অভাব প্রথম মাচে ভালোভাবেই টের পেয়েছে দলটি। শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ৫ উইকেটে। তবে এসব কোনকিছু নিয়েই ভাবছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তার চাওয়া নিজেদের সেরাটা দেয়া।

ক্রিকেটের যে কোন ফরমেটে ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারত যেখানে তিনে, বাংলাদেশ অবস্থান করছে দশে। এখন পর্যন্ত ৫বারের দেখায় সবগুলো ম্যাচই হেরেছে টাইগাররা। তবে নিয়মিত একাদশের কয়েকজন না থাকায় অনুপ্রেরণার উৎস বেশ কিছু আছে বাংলাদেশের।

তবে প্রতিপক্ষের দুর্বলতা কিংবা অন্য দলের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজতে রাজি নন মাহমুদউল্লাহ। তার ভাবনায় শুধু বাংলাদেশ। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘কোহলি-ধোনিদের মত তারকারা না থাকলেও ভারত দারুণ একটি দল। তাদের প্রতি সর্বোচ্চ সমীহ আছে আমাদের। তবে আমরা শুধু নিজেদের খেলাটা খেলতে চাই। আমরা নিজেদের জায়গাগুলোতে ভালো করতে চাই। আর তা যদি পারি আশা করি ফলাফল ভালোই হবে।’

এদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে ভারত। তাই ওই ম্যাচ টাইগারদের উৎসাহ যোগাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল নিয়ে আমি কিছু ভাবছি না আমার ভাবনা শুধু ভালো ক্রিকেট খেলা নিয়ে। ছেলেদেরকে বলেছি নিজেদের প্রক্রিয়া ও শক্তির জায়গাটায় অটুট থাকতে হবে। অন্য কিছু না ভেবে, নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গাটুকু জানতে পারাটাই আমাদের জন্য ভালো হবে।’

Be the first to comment on "মাহমুদউল্লাহর ভাবনায় ভারত নয় শুধু বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.




fifteen − 15 =