জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর ১০ দিনের রিমান্ডে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর হরিদাস কুমারের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ফায়জুরের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

ফয়জুরকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) প্রণব কুমার দেব।

উল্লখ্য, গত ৩ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় আহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আহত হওয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিন তাকে ঢাকায় সিএমএইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়।

হামলার পর পরই শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দেয়। পরে পুলিশ হেফাজতে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Be the first to comment on "জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর ১০ দিনের রিমান্ডে"

Leave a comment

Your email address will not be published.




sixteen − 9 =