‘যুক্তরাষ্ট্র নির্বাচন গ্রহণ করেনি, তারপরও সরকার আছে ’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি, তারপরও সরকার টিকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এমন অভিযোগ করেন।

আমু বলেন, একটি দেশের নির্বাচন হয়, সে দেশের সংবিধান অনুযায়ী। যুক্তরাষ্ট্র নির্বাচন গ্রহণ করতে পারে নাই, তারপরও সরকার আছে।

বিএনপির উদ্দেশ্যে এ প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা এ দেশের মানুষ মেনে নেয় নাই। শত শত মানুষ পুড়িয়ে মেরেছেন। জ্বালাও-পোড়াও করেছেন। এবারও ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাস্ত করবে না। আপনারা যদি নির্বাচনে না আসেন তাহলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

Be the first to comment on "‘যুক্তরাষ্ট্র নির্বাচন গ্রহণ করেনি, তারপরও সরকার আছে ’"

Leave a comment

Your email address will not be published.




nineteen − six =