পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেলেন অ্যালিসন জ্যানি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ‘আই, টনিয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কার জয় করলেন জ্যানি ।

ক্রেইগ গিলেসপি পরিচালিত ‘আই, টনিয়া’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর অস্কার অ্যাওয়ার্ড পেলেন অ্যালিসন জ্যানি ।

পুরস্কার মঞ্চে তিনি বলেন, ‘আমি ভীষণ মুগ্ধ । এটা আমার জীবনের প্রথম অস্কার । আমি স্টিভেন রজার্স-এর সঙ্গে এখানে এসছি । আজ আমি যে এখানে দাঁড়িয়ে, এটা তার জন্যই । অসম্ভব উত্তেজিত লাগছে ।’

এরপর তিনি ‘আই, টনিয়া’ ছবির সকলকে এবং একাডেমি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান ।

‘আই, টনিয়া’ চলচ্চিত্রে  জ্যানি, টনির অপমানিত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ।

এবার পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন, ম্যারি জে ব্লিজ,( ‘মাডবাউন্ড’), লেসলি ম্যানভিল, (‘ফ্যান্টম থ্রেড’), লরা ম্যাটকাফ,( ‘লেডি বার্ড) এবং  অক্টাভিয়া স্পেন্সার, ( ‘দ্য শেইপ অব ওয়াটার’)।

Be the first to comment on "পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেলেন অ্যালিসন জ্যানি"

Leave a comment

Your email address will not be published.




nine − eight =