সফল অস্ত্রোপচারে বিশ্বকাপের স্বপ্ন নেইমারের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ক্রীড়াবিশ্বের যেন এখন একটাই আগ্রহের কেন্দ্র, নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের পায়ের অস্ত্রোপচার সফল হচ্ছে তো? তিনি বিশ্বকাপ খেলতে পারবেন তো? অবশেষে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের সব শঙ্কার অবসান হলো। সফল অস্ত্রোপচার হল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারের ডান পায়ে। ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। সফল অস্ত্রোপচারের ফলে রাশিয়া বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল হল।
গত ২৬ ফব্রুয়ারি ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে পিএসজির ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান নেইমার। গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে। ফলে দেশে ফিরে চোটের জায়গায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার।
শনিবার ব্রাজিলের দলীয় ডাক্তার রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে বেলো হরাইজন্তের মাতের দেই হাসপাতালে নেইমারের পায়ে অস্ত্রোপচার করা হয়।

Be the first to comment on "সফল অস্ত্রোপচারে বিশ্বকাপের স্বপ্ন নেইমারের"

Leave a comment

Your email address will not be published.




four × 4 =