নিউজ ডেস্ক : ডারবানে সিরিজের প্রথম টেস্টে নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতেই পারে দক্ষিণ আফ্রিকা। মিচেল মার্শ দাঁড়িয়ে না গেলে অস্ট্রেলিয়ার ইনিংস ৩৫১ পর্যন্ত যেতো না। তবে যাই হোক না হোক, অস্ট্রেলিয়া তো একটা লড়াকু পুঁজি পেয়ে গেছে। জবাব দিতে নেমে সেই পুঁজির কাছেও যেতে পারেনি প্রোটিয়ারা। মিচেল স্টার্কের গতিঝড়ে ১৬২ রানে গুটিয়ে গেছে তারা।
এবি ডি ভিলিয়ার্স একাই যা একটু লড়ছেন। তবে তিনি লড়লেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ৭১ রানে। দলের পক্ষে একমাত্র হাফসেঞ্চুরিয়ানও তিনিই।
অস্ট্রেলিয়ার পক্ষে ৫টি উইকেট নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। ৩টি উইকেট স্পিনার নাথান লায়নের।
এর আগে প্রথম ইনিংসে ৩৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ করেন ৯৬ রান। এছাড়া ডেভিড ওয়ার্নার ৫১ আর স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৫৬ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫টি উইকেট দখল করেন স্পিনার কেশভ মহারাজ। ৩টি উইকেট নেন ভারনন ফিলেন্ডার।
Be the first to comment on "স্টার্ক ঝড়ে ১৬২ রানেই শেষ দ.আফ্রিকা"