নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সকালে তাকে উত্তরার বাসা থেকে বারডেমে আনা হয়।
ফখরুলের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী জানান, বৃহস্পতিবার সকালে উত্তরায় ছেলের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফাতিমা আমিন। এর পর তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইউনুস আরও জানান, বারডেমের চিকিৎসক অধ্যাপক এমএ রশীদের তত্ত্বাবধায়নে ফখরুলের মায়ের চিকিৎসা চলছে। তার শয্যার পাশে রয়েছেন মির্জা ফখরুলসহ আত্মীয়স্বজনরা।
Be the first to comment on "মির্জা ফখরুলের মা বারডেমে ভর্তি"