নিউজ ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন। আত্মজীবনী প্রকাশ করার পর এক সাক্ষাৎকারে পাকিস্তানকে সুন্দর দেশ উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান মনোরম দেশ। এটি একদিকে যেমন সুন্দর, তেমনই আবার রুক্ষ। যেমন কঠোর, তেমনই কোমল।
পাকিস্তানের মানুষ এত ভালো ব্যবহার করবেন, এটি ভাবতেই পারিনি। যে রকম খাবার-দাবার, আতিথেয়তা, উদারতা পেয়েছি, সেটি দুর্দান্ত। পাকিস্তান অসাধারণ দেশ।
পাকিস্তানে গিয়ে খেলা কতটা চাপের- এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘পাকিস্তান দল ভালো ছিল। তাই খেলা সবসময় চাপের ছিল।’ পাকিস্তানের শহরগুলোর মধ্যে রাজধানী ইসলামাবাদের বিশেষ প্রশংসা করেন সৌরভ।
Be the first to comment on "পাকিস্তানিদের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি"