নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ট্রাকচালক।
রবিবার ভোরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাওরে এ দুর্ঘটনা ঘটে বলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ জানান।
নিহতরা হল, দোয়ারাবাজার উপজেলার বোগলা এলাকার হামিদ মিয়া (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার আবুল কালাম (২৫)।
আহত ট্রাকচালকের নাম জানা যায়নি। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সিলেট থেকে স্টিলেরপাত নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জের বোগলাবাজারে যাচ্ছিল। পথে ছাতকের লক্ষীবাওরে বেইলি সেতু ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
সকালে ‘গুরুতর’ আহত ট্রাকচালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
Be the first to comment on "সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২"