সিরিয়ায় এক মাসের যুদ্ধবিরতিতে সম্মত নিরাপত্তা পরিষদ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় এক মাসের যুদ্ধবিরতি চেয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আটকে পড়াদের চিকিৎসা ও ত্রাণ পৌঁছে দিতে এ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে।

তবে বেশ কিছু বড় জিহাদি বিদ্রোহী সংগঠন ও তাদের সহযোগীরা এ বিরতির আওতায় না আসায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত সপ্তাহ থেকে ঘৌতায় বিদ্রোহীদের ছিটমহলে বোমা হামলা শুরু করছে সরকারি বাহিনী।

নিউ ইয়র্কে যুদ্ধবিরতির বিষয়ে ভোটের পর বোমা হামলা চলছে বলে জানিয়েছেন অ্যাক্টিভিস্টরা।

একমত হতে না পারায় বৃহস্পতিবার থেকে ভোট কয়েক দফা পিছিয়েছে।

সিরিয়ার সরকারের মিত্র রাশিয়া চুক্তির খসরায় কিছু পরিবর্তন চেয়েছিল। অন্যদিকে পশ্চিমা কূটনীতিকরা মস্কোকে সময় নষ্ট করার জন্য দায়ী করছিল।

রোববার থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে বিদ্রোহীদের গুলিতে দামাস্কাসে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর রয়েছে।

সূত্র: বিবিসি।

Be the first to comment on "সিরিয়ায় এক মাসের যুদ্ধবিরতিতে সম্মত নিরাপত্তা পরিষদ"

Leave a comment

Your email address will not be published.




two × four =