সরিষাবাড়িতে ইমামের বাড়িতে বোমা নিক্ষেপ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় একটি মসজিদের ইমামের বাসভবনে হাতবোমা নিক্ষেপ ও গুলি করেছে অজ্ঞাত হামলাকারীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামে আহমদিয়া মুসলিম জামাত জামে মসজিদের ইমামের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ইমাম মাওলানা মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এশার নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হন এবং আরও কয়েকজনসহ বাসায় প্রবেশ করছিলেন।

এ সময় মসজিদ সংলগ্ন তার বাসভবন লক্ষ্য করে অজ্ঞাত দৃর্বৃত্তরা কয়েকটি হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে।”

তিনি জানান, ওই সময় বাড়ির সবাই মাটিতে শুয়ে পড়েন। ঘটনাস্থলে গুলির ১০/১২টি খোসা ও বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। বাসভবনের ছাদের কার্নিশে গুলির চিহ্ন রয়েছে।

ইমামের মা রহিমা অহেদুর বলেন, ঘটনার আগে একটি মোরসাইকেলে আসা কালো কাপড়ে মুখ বাঁধা কয়েকজন লোক বাসার পাশে দাঁড়ায়। এরপর এ ঘটনা ঘটে।

মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমা নিক্ষেপের ঘটনায় কেউ হতাহত হয়নি।

সরিষাবাড়ি থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, ইমামের বাসভবন লক্ষ্য করে কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের স্প্লিন্টার ও বারুদ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলাও হয়নি।

Be the first to comment on "সরিষাবাড়িতে ইমামের বাড়িতে বোমা নিক্ষেপ"

Leave a comment

Your email address will not be published.




four × one =