কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আবুল কাউসার জানান, ইকুরিয়া বাজার এলাকায় শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এই তিনজন নিয়ে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি হয়েছে।

এসআই কাউসার বলেন, রাতে সিএনজি চালিত একটি অটোরিকশা দুইজন যাত্রী নিয়ে পোস্তগোলা থেকে আসছিল।

ইকুরিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুইজন ঘটনাস্থলেই মারা যান ও গুরুতর আহত হন একজন।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই কাউসার জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানায় রাখা হয়েছে। আর ঢাকা মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেন এসআই কাউসার।

Be the first to comment on "কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.




14 + 10 =