নিউজ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাস পুকুরে পড়ে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ১৯ জন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, ঈশ্বরগঞ্জ পৌরশহরের ভূঁইয়া ফিলিং স্টেশনের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের ঘাগরাপাড়া গ্রামের রতন মিয়া (২৮), নান্দাইল উপজেলার হাবিব মিয়া (৩৫) ও জামালপুর জেলার হাসিনা খতুন (৭৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
আহতদের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি বদরুল জানান। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
বদরুল বলেন, শ্যামল ছায়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ভৈরবে যাচ্ছিল। পথে এক সাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
Be the first to comment on "ময়মনসিংহে বাস খাদে পড়ে নিহত ৪"