শহীদ বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (মঙ্গলবার) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের প্রতিনিধি দল, কেন্দ্রীয় ১৪ দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অ্যাটর্নি জেনারেল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Be the first to comment on "শহীদ বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.




1 × 2 =