আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা : সিইসি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আদালত সিদ্ধান্ত দিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতিতে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি যদি আপিল করেন এবং আদালত যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেন তবে সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

 

সোমবার দুপুর আড়াইটার দিকে প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

 

সিইসি আরও বলেন, ‘আমি প্রত্যাশা করছি খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন।’

 

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয়েছে।

Be the first to comment on "আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা : সিইসি"

Leave a comment

Your email address will not be published.




19 − nine =