৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে সিএনএন তাদের খবরে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়াক্সাসায়।

ভূমিকম্পের কারণে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গেল বছরের সেপ্টেম্বরেই শক্তিশালী একটি ভূমিকম্পে মেক্সিকোতে ২০০ জনের মৃত্যু হয়। মেক্সিকো সিটিতে মানুষজন চিৎকার করতে করতে ভবনগুলো থেকে বেরিয়ে আসে। একটি ভিডিওতে ছাদ থেকে ঝুলে থাকা লাইটগুলো দুলতে ও মানুষকে ভবন থেকে বেরিয়ে এসে রাস্তায় একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩৪৮ কিলোমিটার দূরবর্তী মেক্সিকো সিটিতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস প্রথমে বলেছিল রিখটার স্কেলে ভূমিকম্পটি ৭ দশমিক ৫ মাত্রার ছিল। পরে তারা জানায় এটি ৭ দশমিক ২ মাত্রার ছিল। পরে ৫.৮ মাত্রার একটি পরাঘাতও অনুভূত হয়।

দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই।

গেল সেপ্টেম্বরে দুটি বড় ভূমিকম্প আঘাত হানে মেক্সিকোতে। এর একটিতে ৯০ জন ও অন্যটিতে ২১৬ জন নিহত হন।

Be the first to comment on "৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো"

Leave a comment

Your email address will not be published.




1 × three =