নিউজ ডেস্ক : দুই কক্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গে যে ৫৭ জন সাংসদ রয়েছেন তাদের মধ্যে ৩৫ জনই কোটিপতি বলে উঠে এসেছে একটি সমীক্ষায়। কোটিপতি ৩৫ সাংসদের মধ্যে আবার ২৯ জনই তৃণমূলের।
বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) সাম্প্রতিক এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। দেশের সব মুখ্যমন্ত্রী ও সাংসদের সম্পত্তি ও তাদের বিরুদ্ধে দায়ের কৃত ফৌজদারি মামলা নিয়ে সমীক্ষাটি চালানো হয়।
তৃণমূলের ২৯ সাংসদের কোটিপতি হওয়ার তথ্য উঠে এলেও ওই সমীক্ষাতেই দেখা যাচ্ছে দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার চেয়েও বেশি গরিব মুখ্যমন্ত্রী একমাত্র ত্রিপুরার মানিক সরকার।
তৃণমূলের কোটিপতি সাংসদের তালিকায় সবার উপরে রয়েছে অভিনেতা দেব। দেবের সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা।
রাজ্যসভাতেও চিত্রটি মোটামুটি একই। তালিকায় এক নম্বরে তৃণমূল সাংসদ কে ডি সিংহ। তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ৮৩ কোটি টাকা।
ফৌজদারি অভিযোগের প্রশ্নে সবার উপরে রয়েছে কংগ্রেসের অধীর চৌধুরী। ১৬টি মামলা রয়েছে তার নামে।
সূত্র: আনন্দবাজার।
Be the first to comment on "মমতা গরিব, দলের ৩৫ সাংসদই কোটিপতি"