নিউজ ডেস্ক : দেশের দেড়শ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী রবিবার। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা রয়েছে। সভাশেষে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এসব নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে ২৮ বা ২৯ মার্চ।
সূত্র আরও জানায়, ৫০ ইউপিতে সাধারণ, ৯৩টিতে উপ-নির্বাচন, চার পৌরসভায় সাধারণ, একটিতে উপ-নির্বাচন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের বেশকিছু ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
Be the first to comment on "রবিবার দেড়শ ইউপি-পৌরসভার তফসিল"