রাজধানীতে চালু হলো উবারহায়ার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকায় চালু হলো উবারের নতুন সেবা- উবারহায়ার। এর মাধ্যমে উবার ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি ব্যবহার (ভাড়া) করতে পারবেন।

উবারের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক অর্পিত মুন্ড্রা বলেন, ‘পর্যটক, ব্যবসায়ী, বয়স্ক মানুষ এবং কর্মজীবীদের যাতায়াত ব্যবস্থা সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক করে তোলার লক্ষে উবারহায়ার চালু করা হয়েছে।’

প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মতিঝিল, রামপুরা, পুরান ঢাকার আশপাশের এলাকায় এ সেবা পাওয়া যাবে।

Be the first to comment on "রাজধানীতে চালু হলো উবারহায়ার"

Leave a comment

Your email address will not be published.




1 × 5 =