নিউজ ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে চিত্রনায়ক আরজু ও পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া ছবিটি। শিগগিরই এটি সেন্সরে যাওয়ার কথা রয়েছে। সেন্সর ছাড়পত্র পেলে আগামী মার্চ মাসেই মুক্তির সম্ভাবনা আছে ছবিটির।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ফাল্গুনের শেষ বিকেলে ইউটিউবে ছবিটির টিজার প্রকাশ করা হয়। টিজার প্রকাশের পর থেকেই বেশ প্রশংসা কুড়াচ্ছেন ছবির কলাকুশলীরা।
‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিরটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিতে পরীমনির সাথে প্রথমবারের মত জুটি বাঁধেন ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত চিত্রনায়ক কায়েস আরজু।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও সীমান্ত প্রমুখ।
Be the first to comment on "টিজারে প্রশংসিত আরজু ও পরীমনি"