রাঙামাটিতে ছাত্রলীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দলের এক নেতাকে মারধরের অভিযোগে রাঙামাটি শহরে চলছে ছাত্রলীগের ডাকা হরতাল। মঙ্গলবার সকালে দেখা যায়, মাঠে পিকেটিং করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। খুলেনি শহরের দোকানপাঠগুলো। রাস্তায় নেই কোনো ধরনের যানবাহন।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা মারধর করেছে এমন অভিযোগে সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথেও তাদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। এ নিয়ে সন্ধ্যায় মঙ্গলবার রাঙামাটি শহরে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা।

মঙ্গলবার রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, শহরের পরিবেশ শান্ত রয়েছে, কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনী মাঠে কাজ করছে বলে জানান তিনি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অভিযোগ, সুপায়ন চাকমা রাঙামাটি স্টেডিয়ামে ফুটবল খেলে বাসায় ফেরার একদল পিসিপি কর্মী তার উপর অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

‘এই ঘটনার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করি এবং সড়ক অবরোধ করি। আজ মঙ্গলবার শহরে সকাল সন্ধ্যা হরতাল পালন করছি’।

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিন্টু চাকমা জানিয়েছেন, এই হামলার ঘটনার সাথে পিসিপির কোন সম্পর্ক নাই।

‘আমরা খবর নিয়ে জেনেছি, মাঠের খেলার বিরোধকে কেন্দ্র করে এটি হয়েছে। পিসিপি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়’”

Be the first to comment on "রাঙামাটিতে ছাত্রলীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছে"

Leave a comment

Your email address will not be published.




eleven + five =