নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানার দুই মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কারাগারে পৌঁছেছে। সোমবার সন্ধ্যায় কারা অধিদফতরে কাগজ দু’টি পৌঁছায় বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা মহা-পরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
কারা সূত্র জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি শাহবাগ ও ৪ মার্চ তেজগাঁও থানার মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরের জন্য কারা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন আদালত।
এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দিতে জেল কোডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।
দুদকের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ওইদিন থেকেই পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
Be the first to comment on "দুই মামলায় খালেদার গ্রেফতারি পরোয়ানা কারাগারে পৌঁছেছে"