রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে কর্মসূচি পালন করেছে বিএনপি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা থেকেই বিএনপি নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। পরে মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা অতিক্রম করে ফকিরাপুল পানির টাঙ্কির কাছে এলে পুলিশি বাধায় মিছিল পণ্ড হয়ে যায়।

এসময় মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবী উল্লাহ নবীসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন।

Be the first to comment on "রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা"

Leave a comment

Your email address will not be published.




4 × one =