নিউজ ডেস্ক : মহাখালীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে রাস্তা পারাপারের সময় মহাখালী ফ্লাইওভারের নিচে নামিরা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত বেগমুন্নেছা বেগম (৬০)। বাসাবাড়িতে কাজ করতেন। তার দেশের বাড়ি কুমিল্লা। তিনি থাকতেন কড়াইল বস্তিতে।
তেজগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়ারেছ জানান, লেগুনাসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Be the first to comment on "মহাখালীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত"