নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে আফরুজা বারী ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) উপ-নির্বাচনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে দলীয় মনোনয়ন প্রদান করেছে আওয়ামী লীগ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে আফরুজা বারীকে এবং বাংলাদেশ জাতীয় সংসদ ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) উপ-নির্বাচনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।
Be the first to comment on "গাইবান্ধায় আফরুজা বারী, ব্রাহ্মণবাড়িয়ায় ফরহাদকে আ.লীগের মনোনয়ন"