ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, সিরিয়া থেকে উৎক্ষেপণ করা ইরানের একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল জোনাথন কনরিকাস শনিবার এক টুইট বার্তায় বলেন, ইসরায়েলি দখলকৃত এলাকায় প্রবেশ করেছিল ওই ড্রোনটি। খবর আল জাজিরা।

তিনি আরও জানিয়েছেন, সিরিয়ায় তাদের অভিযান চলাকালে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানে গুলি করে ভূপাতিত করার চেষ্টা করা হয়। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। পাইলট নিরাপদেই বিমান নিয়ে অবতরণ করেছেন।

সিরিয়ায় ইরানের স্থাপণা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের মোক্ষম জবাব দিয়ে একাধিক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

Be the first to comment on "ইরানের ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল"

Leave a comment

Your email address will not be published.




3 + 20 =