সিলেটে সংঘর্ষ : ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কতোয়ালি থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি গৌসুল হোসেন জানান। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার পাঁচ বছরের রায়ের পর বিএনপি নেতাকর্মীরা আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান।

প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

Be the first to comment on "সিলেটে সংঘর্ষ : ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.




10 − 8 =