নিউজ ডেস্ক : ইংলিশ কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারের মনে কোনও সংশয় নেই। দিয়েগো ম্যারাডোনা নয়, লিওনেল মেসি’ই হচ্ছেন সর্বকালের সেরা ফুটবলার। লিনেকার নিজেও এক সময় বার্সেলোনার জার্সিতে লা লিগায় খেলেছিলেন। ১০৩ ম্যাচে করেছেন ৪২ গোল। ইংলিশ এই ফুটবলারের এখনও প্রিয় ক্লাব বার্সেলোনা।
শুধু লিনেকার একা কেন, তার চার সন্তানও বার্সার ভক্ত। লিনেকার বলেন, ‘বার্সেলোনা সেরা ক্লাব। রোনালদিনহোর সময় থেকেই ওরা সেরা। এরপর জাভি, ইনিয়েস্তা এবং সবার উপরে এসেছে লিওনেল মেসি। আমার মনে হয়, মেসি সম্পূর্ণ অন্য গ্রহের এক ফুটবলার।’
লিনেকার এখানেই থেমে থাকলেন না। মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মাঠে নেমে অলৌকিক সব কাণ্ড ঘটায় মেসি। আমি কখনও যা করতে পারিনি। আমার মনে কোনও সন্দেহ নেই যে, মেসি-ই সর্বকালের সেরা।’
আর্জেন্টিনার ফুটবল ভক্তদের মধ্যে তীব্র লড়াই রয়েছে মেসি এবং দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। কে সর্বকালের সেরা সেই তর্কে অনেকেই মনে করেন, ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। মেসি পারেননি। তিনি শুধু ক্লাব স্তরেই সফল।
লিনেকার কিন্তু এই তত্ত্ব মানছেন না। তিনি বলে দিয়েছেন, ‘আমি কখনও ভাবিনি যে, ম্যারাডোনার চেয়েও ভাল কোনও ফুটবলার দেখব বলে; কিন্তু লিও আমাকে ভুল প্রমাণিত করেছে। অনেকে বলে যে, ম্যারাডোনার মতো মেসি কখনও বিশ্বকাপ জেতেনি; কিন্তু মেসির চারটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। ম্যারাডোনার একটিও নেই।’
এরপরই তার মন্তব্য, ‘বার্সেলোনা তেরোজনে খেলে কারণ ওদের মেসি আছে।’ মেসি যদি স্পেনের হয়ে খেলতেন, স্পেনের সাফল্যে তফাত হতো? প্রশ্ন করায় লিনেকারের মন্তব্য, ‘যদি মেসি স্পেনের হয়ে খেলত, স্পেন তিনটি বিশ্বকাপ আর তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ জিতত।’
Be the first to comment on "লিনেকারের চোখে ম্যারাডোনা নয়, মেসিই সেরা"