নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট করছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়াকে ফেরালেন তাইজুল।
মেহেদী হাসান মিরাজের জায়গায় বোলিংয়ে আসা তাইজুল ইসলামের শুরুটা ছিল খরুচে। তার দ্বিতীয় ওভারে চার-ছক্কা হাঁকান ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু শেষ হাসি হাসলেন তাইজুলই। ফিরিয়ে দিলেন আগের ম্যাচে সেঞ্চুরি করা টপ অর্ডার ব্যাটসম্যানকে।
দারুণ এক ডেলিভারিতে ৪৭ রানের জুটি ভাঙেন তাইজুল। টার্ন আর বাউন্সে চমকে দেন ডি সিলভাকে। ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ স্লিপে মুঠোয় নেন সাব্বির রহমান। ৩০ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৯ রান করে ফিরে যান ডি সিলভা।
১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬২/২। ক্রিজে কুসল মেন্ডিসের সঙ্গী দানুশকা গুনাথিলকা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেনা সিলভা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল।
Be the first to comment on "ধনঞ্জয়াকে ফেরালেন তাইজুল"