নিউজ ডেস্ক : ‘দেশে আইনের শাসন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রায়ের মাধ্যমে এটি প্রমাণ হলো’।
দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এ প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, দুর্নীতি আখড়া থেকে পরিত্রাণ পাওয়ার সাফল্য হচ্ছে এ রায়। বিএনপি চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না তা উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলেও জানান আইনমন্ত্রী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।
Be the first to comment on "কেউ আইনের ঊর্ধ্বে নয়, রায়ে প্রমাণ হলো"